শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

ভৈরবে চাঞ্চল্যকর  সজিব হত্যা মামলার  আসামি গ্রেফতার

ভৈরবে চাঞ্চল্যকর  সজিব হত্যা মামলার  আসামি গ্রেফতার

এম. এ হালিম,  বার্তাসম্পাদকঃ কিশোরগঞ্জের ভৈরবে চাঞ্চল্যকর  ডক ইয়ার্ড ব্যবসায়ী সজিব হত্যা মামলার  অন্যতম আসামী ও একাধিক ডাকাতি, হত্যা মামলার আসামি  ডাকাত আলী  হোসেন কে গ্রেফতার করেছে  র্যাব।   গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক টিম সোমবার  নারায়নগঞ্জের  রুপগঞ্জের দাউদপুর থেকে তাকে গ্রেফতার করেছে।  র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড  কমান্ডার  মোহাম্মদ  আক্কাছ আলী প্রেসবিজ্ঞপ্তিতে  জানান, গত ১৩ মে রাত ৮ টার দিকে কালিকাপ্রসাদ বিসিকের সামনে জাল দিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে সজিবকে ফেলে দিয়ে  জাল দিয়ে গলায়  পেচিঁয়ে হত্যা করে টাকা- পয়সা ও মেবাইল ফোন ছিনিয়ে  নিয়ে  পালিয়ে  যায় । এ ঘটনায়  নিহতের  স্ত্রী  হামিদা আক্তার স্বর্ণা বাদী হয়ে অজ্ঞাত নামা ৩/৪ জনের নাম উল্লেখ করে  ভৈরব থানায়  একটি মামলা  দায়ের  করে। মামলা দায়েরের পর থেকে র্যাব- ১৪র একটি আভিযানিক টিম ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায়       রুপগঞ্জের দাউদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আলী  হোসেনের বিরুদ্ধে ভৈরব  থানায়  ডাকাতি, হত্যা, ছিনতাইসহ ৬ টি মামলা  রয়েছে। গ্রেফতারকৃত আলী  জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে । হত্যাকান্ডে জড়িত অন্য আসামীদেরকে ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana