শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

ঝিনাইদহে যুবক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে যুবক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেড়বিন্নী গ্রামের রহমত উল্যাহ ওরফে খোকন হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডিতরা হলেন- জেলা শহরের খাজুরা এলাকার সাইফুল ইসলাম ওরফে পাভেল, আলো, আসলাম, ইমরান, সাদ্দাম ও রাসেল। এদের মধ্যে পাভেল, আলো ও রাসেল পলাতক রয়েছেন। ফিরোজ নামে এক আসামির মৃত্যু হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুম, রিহাদ ও জামান নামের তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক জানান, ২০১০ সালের ১৬ এপ্রিল হরিণাকুণ্ডু উপজেলার বেড়বিন্নী গ্রামের যুবক রহমত উল্যাহ ওরফে খোকনকে এক ব্যক্তি মোবাইলে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরদিন ১৭ এপ্রিল সকালে ঝিনাইদহ জেলা শহরের খাজুরা এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহতের চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতদের ব্যক্তিদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana