স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মো:শরীফ মিয়া (২৩) নামে এক অটোরিকশা চালককে অটোরিকশা ছিনতাই করতে হত্যা করেছে ছিনতাইকারীরা। তার লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার, ২২ মে সকালে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের আবদুল হামিদ সড়কের নলিবিলের ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত মো:শরীফ গুনধর ইউনিয়নের ইন্দা -চুল্লী গ্রামের মতিউর রহমানের ছেলে।স্থানীয়রা জানায়,রবিবার (২১ মে) সন্ধ্যায় খয়রত মোড় থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে আর তিনি বাড়িতে ফেরেননি।সোমবার সকালে নিকলী -করিমগঞ্জ রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের নলি বিল ব্রীজের নিচে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম শাহীন মন্ডল বলেন,আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই।নিহতের মাথা থেতলানাে ছিল এবং মাথার ওপরে বড় একটি পাথর ছিল।আমাদের ধারণা, অটোরিক্সাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।করিমগঞ্জ থানার ওসি শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন,এ ঘটনায় করিমগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা চালাচ্ছে পুলিশ।