শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

সুদানের খার্তুম এখন ‘শয়তানের শহর’

সুদানের খার্তুম এখন ‘শয়তানের শহর’

আন্তর্জাতিক ডেস্ক:

সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুদানের দুই জেনারেল। চুক্তি মোতাবেক যুদ্ধবিরতি শুরু হবে ২২ মে সন্ধ্যা থেকে।

এর আগেও বারবার যুদ্ধবিরতি দিয়ে বারবার তা লঙ্ঘন করা হয়েছে, তাই এবারের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র-সৌদি আরব এবং আন্তর্জাতিক দলগুলো দ্বারা পর্যবেক্ষণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।  কিন্তু রোববার সকালেও দুই বাহিনীর তুমুল সংঘর্ষে কেঁপে ওঠে খার্তুম। যুদ্ধই শুধু নয়, সুদানে সামরিক ও  আধাসামরিক বাহিনীর চলমান অস্থিরতায় দুর্ভোগের নতুন মাত্রা যোগ করছে লুটপাট।

রাজধানী খার্তুমসহ বেশকিছু অঞ্চলে চলছে লুণ্ঠন। অভিযোগের আঙুল পুরোটাই আধাসামরিক বাহিনীর (আরএসএফ) দিকে। ব্যাংক ডাকাতি, স্বর্ণের বাজারে হানা, বাড়িগাড়িসহ সবকিছুকেই টার্গেট করছে লুটেরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ি ও মালামাল চুরির পর মানুষের বাড়িতে ক্যাম্প স্থাপন করছে আরএসএফ বাহিনী। অভিযোগের তিরকে সম্পূর্ণ নাকোচ করে আরএসএফ। তাদের দাবি, লুটপাটের পেছনে সুদানের বিপজ্জনক কারাগার কোবার ও আল হুদার বন্দিরা দায়ী। তারা আরও বলেন, কিছু লোক আরএসএফের পোশাক পরিধান করে চুরি করছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana