শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

খুলনায় সংঘর্ষে আহত অর্ধশত

খুলনায় সংঘর্ষে আহত অর্ধশত

একুশে ডেস্ক:

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার খুলনায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। তবে বিএনপি নেতাদের দাবি, আহতের সংখ্যা শতাধিক। এদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা গুরুতর। রাবার বুলেটের আঘাতে কয়েকজনের শরীর ঝাঁঝরা হয়ে গেছে। পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে বলেও অভিযোগ তাদের। তবে পুলিশ বলেছে, বিএনপি নেতাকর্মীরা রাস্তা দখল করে সমাবেশ করায় তাদের সরে যেতে বলা হয়। তখন তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। ইটপাটকেলে ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছে।

এদিকে ফেনীর কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন। এছাড়া নেত্রকোনা ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির ৮৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana