সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট:
রাজশাহীতে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রদল ও বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে কড়া নিরাপত্তায় বোয়ালিয়া মডেল থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা এক পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। এ সময় তারা সরকারি কাজে বাধা দেন। এ কারণে তাদের আটকের পর শুক্রবার রাতে বোয়ালিয়া থানায় মামলা করা হয়।