সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন

বনি-কৌশানীর বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা

বনি-কৌশানীর বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা

অনেক দিন ধরেই বনি-কৌশানীকে একসঙ্গে দেখলেই একটা প্রশ্ন উঠে আসে। সেটা হলো- প্রেমপর্ব তো চলছে অনেক দিন, বিয়ের দিনক্ষণ কি ঠিক হলো? বরাবরই এই প্রশ্ন এড়িয়ে যান নায়ক-নায়িকা।

১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। এ দিন শহরের একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন নায়িকার বাবা। সেখানেই এক সাক্ষাৎকারে বনি-কৌশানীর বিয়ের ব্যাপারে কৌশানীর বাবা বললেন- ‘২০২৪ সালে ওদের বিয়ে হবে।’

বাবার কথা শুনে খানিকটা অস্বস্তিতে কৌশানী। হবু শ্বশুরের কথা শুনে হেসে উঠলেন বনিও। তবে উত্তরে বাধাও দেননি। যদিও তারিখ বা বিয়ে সম্পর্কিত আর কোনো তথ্য জানা যায়নি।

আট বছর হলো বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ের সম্পর্ক। তারা বিয়ে করছেন কবে? এ প্রশ্ন সবার। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’। সেই ছবির সেটেই তাদের প্রথম দেখা, তারপর প্রেম।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana