সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন

দু-এক দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার

দু-এক দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার

একুশে ডেস্ক:

পেঁয়াজের বাজারে আগুন। দাম বাড়তে বাড়তে ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। দু’এক দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার। এমনটিই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

কাঁচাবাজার নিয়ন্ত্রণের দায়িত্ব মন্ত্রীর নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এটি আমার দায়িত্বে নেই। কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচাবাজার উঠানামা করে, কখনো শাকসবজির দাম বাড়ে, আবার কমে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু পেঁয়াজ ও চিনির দাম নিয়ে সমস্যা হচ্ছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

তিনি বলেন, সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি। সরকার–নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana