শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

ভৈরবে বিআইডব্লিউটি কর্মকর্তার অপসারনের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

ভৈরবে বিআইডব্লিউটি কর্মকর্তার অপসারনের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

এম.এ হালিম,বার্তাসম্পাদক : কিশোরগঞ্জের ভৈরবে বিআইডব্লিউটি এর উপ-পরিচালক রেজাউল করিমের স্বেচ্ছাচারিতা,অনিয়ম ও দূনীর্তিসহ নানা ধরনের অনৈতিক কর্মকান্ড বন্ধ ও তার অপসারনের দাবীতে ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে । পুরাতন ফেরীঘাট কয়লা ব্যবসায়ী মালিক ও শ্রমিক সংগঠনের য়ৌথ আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফেরীঘাট সড়কে মানববন্ধনে বক্তব ্যরাখেন, কয়লা মালিক সমিতির সভাপতি মির্জা সাজ্জাদ, কয়লা ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক আরী ইউসুফ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মাসুদ সর্দার ও জামাল মিয়া, কিশোরগঞ্জ ট্রাক কাভার্ড সমিতির সভাপতি ও কয়লা ব্যবসায়ী আবু মিয়া প্রমূখ । এ সময় ব্যবসায়ীরা বলেন, ভৈরবে রেলওয়ে মুরিং. খেয়াঘাট,উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউসহ ৪টি ঘাট ইজারা নিয়ে কয়লা ব্যবসায়ীরা ব্যবসা করে আসছে । তারপরে ও বিআইডব্লিউটি এর উপ-পরিচালক রেজাউল করিম নানা অজুহাতে ব্যবসায়ীদের হয়রানী করে আসছে । জাহাজ থেকে কয়লা ট্রাকে লোড-আনলোড করতে গিয়ে তাকে উপঢৌকন দিতে হয় । তাছাড়া বিভিন্ন মালবাহী নৌ-যান কে টাকার জন্য হয়রানী করে । এসব কারনে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা ট্রাক ও নৌ-যান মালিক ও মাঝিরা এ ঘাটে আসতে চায়না । এর ফলে দিনে দিনে ব্যবসা মন্দাভাব দেখা দিয়েছে । তাই ৪টি ঘাটের ইজারা যেন একটি ঘাট করে সমাধান করা হয় এবং এ কর্মকর্তাকে অপসারন করা হয় । তা না হলে এ ব্যবসা বন্ধ হয়ে গেলে ৮ হাজার মানুষ বেকার হয়ে যাবে ।পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় ।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana