শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন

এখনো ফেরেনি অনেক মাছ ধরার ট্রলার

এখনো ফেরেনি অনেক মাছ ধরার ট্রলার

ডেস্ক রিপোর্ট:

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। ইতোমধ্যে সব উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মাছ ধরার ট্রলারকে নিরাপদে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার বিকাল থেকে সব ধরনের নৌযান চলাচলেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

হাতিয়ার কাটাখালি ঘাট, আমতলি ঘাট, জঙ্গোলিয়া ঘাট, মুক্তারিয়া ঘাট ও চেয়ারম্যান ঘাটসহ বিভিন্ন ঘাট ঘুরে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘূর্ণিঝড়ের কথা জানার পরও গত ৮, ৯ ও ১০ মে বিভিন্ন ঘাট থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় প্রায় ৮ থেকে ৯০০ ট্রলার। যার মধ্যে শুক্রবার বিকাল পর্যন্ত ঘাটে ফিরেছে এর অর্ধেক মাছ ধরার ট্রলার, অনেকের সঙ্গে মোবাইলে কথা হয়েছে এবং যারা সিগনাল সম্পর্কে জানেন রাতের মধ্যে ফিরে আসবেন তারা। এছাড়া অনেকগুলো ট্রলার নেটওয়ার্কে বাইরে থাকা তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana