মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত

একুশে ডেস্ক:

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার এই অভিযান চালায় ইসরায়েলের সেনাবাহিনী। সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসরায়েলি সেনাবাহিনী নিহতের কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

পশ্চিম তীরে শক্তিশালী উপস্থিতি থাকা গাজার শাসক গোষ্ঠী হামাস বলেছে, নিহত ফিলিস্তিনিরা তাদের একটি সশস্ত্র শাখার সদস্য ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই জনের বয়স ২২ বছর। তাদের বুক, গলা ও পাকস্থলিতে গুলি লেগেছে।

ইসরায়েল ও গাজার মধ্যে আন্তঃসীমান্ত হামলার পর এই নিহতের ঘটনা ঘটলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana