মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলের নেতৃত্বে আনা ২৪ কেজি আইস জব্দ

চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলের নেতৃত্বে আনা ২৪ কেজি আইস জব্দ

ডেস্ক রিপোর্ট :

কক্সবাজারের উখিয়া পালংখালী এলাকা হতে দেশের ইতিহাসে সর্ববৃহৎ ১২০ কোটি টাকার ২৪ কেজি অবৈধ মাদক আইসের (ক্রিস্টাল মেথ) চালান জব্দ করেছে র‌্যাব। এ সময় গ্রেফতার করা হয়েছে পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল আলাউদ্দিন ও ইরান মাঝিসহ চারজনকে।

এর আগে গত ২৬ এপ্রিল পালংখালীর বালুখালী এলাকা থেকে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১০ দিনের মাথায় আইসের বৃহত্তম চালানটি আটক করল র‌্যাব।

রোববার দুপুরে র‌্যাব-১৫ এর কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল খন্দকার আল মঈন জানান, দুদিন আগে এই চালানটি মিয়ানমার থেকে আনা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় র‌্যাব। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana