রবিবার, ১১ মে ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
ইমরান হোসেন, প্রধান বার্তাসম্পাদক:
কিশোরগঞ্জ জেলা সদরের ১০নং কর্শাকড়িয়াইল ইউনিয়নের দামপাড়া গ্রামের রাকিবুল ইসলাম রাকিব (১৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ৮ টার দিকে ইউনিয়নের দামপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাকিবুল ইসলাম রাকিব সদর উপজেলার কড়িয়াইল গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাকিব বিগত ৮ মাস পূর্বে সাড়ে আট হাজার টাকা বেতনে সদর উপজেলার দামপাড়া এলাকার আব্দুল্লার মুরগির খামারে কাজ শুরু করে এবং রাকিব সেখানেই থাকতো। রাকিব খামারে কাজ শুরু করার ১মাস পর খামারের মালিক আব্দুল্লাহর বড় ভাই তাজুল ইসলামের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে খামারের মালিক রাকিবকে খামারে না পেয়ে রাকিবের বাড়িতে খুঁজতে যায় । পরে সকালে স্থানীয়রা একটি আমড়া গাছে রাকিবের অর্ধ উলঙ্গ মরদেহ ঝুলন্তবস্থায় দেখতে পায়। তবে পরিবারের দাবি পরিকল্পিতভাবে রাকিবকে মেরে ফেলা হয়েছে। এর সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছে রাকিবের পরিবার।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।