শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

দেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার

দেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার

একুশে ডেস্ক:

এখন থেকে প্রতি তিনমাস অন্তর কর্মসংস্থানের তথ্য দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর অংশ হিসেবে প্রকাশিত প্রতিবেদনে চলতি অর্থবছরের তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশে বেকার সংখ্যা বেড়েছে। এসময়ে বেকার দাঁড়িয়েছে ২ দশমিক ৫৯ মিলিয়ন বা ২৫ লাখ ৯০ হাজারে। এর মধ্যে পুরুষ ১৭ লাখ ১০ হাজার এবং মহিলা ৮ লাখ ৮০ হাজার ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড.শাহনাজ আরেফিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো.মতিয়ার রহমান। সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন ত্রৈমাসিক শ্রম শক্তি জরিপ-২০২৩ এর প্রকল্প পরিচালক আজিজা রহমান।

মূল প্রতিবেদন উপস্থাপনের সময় আজিজা রহমান বলেন, প্রথম ত্রৈমাসিকের ( জানুয়ারি থেকে মার্চ) ফলাফল অনুযায়ী মোট শ্রমশক্তিতে নিয়োজিত জনগোষ্ঠী ৭৩ দশমিক ৬৯ মিলিয়ন বা সাত কোটি ৩৬ লাখ ৯০ হাজার। এর মধ্যে পুরুষ ৪৮ দশমিক ২৫ মিলিয়ন বা চার কোটি ৮২ লাখ ৫০ হাজার এবং মহিলা ২৫ দশমিক ৪৪ মিলিয়ন বা দুই কোটি ৫৪ লাখ ৪০ হাজার।এছাড়া কর্মে নিয়োজিত জনগোষ্ঠী বর্তমানে ৭১ দশমিক ১০ মিলিয়ন বা সাত কোটি ১১ লাখ । এর মধ্যে পুরুষ ৪৬ দশমিক ৫৪ মিলিয়ন বা চার কোটি ৬৫ লাখ ৪০ হাজার এবং মহিলা ২৪ দশমিক ৫৬ মিলিয়ন বা দুই কোটি ৪৫ লাখ ৬০ হাজার ।

ত্রৈমাসিক হিসাবে শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠী ৪৬ দশমিক ৩৯ মিলিয়ন বা চার কোটি ৬৩ লাখ ৯০ হাজার । এর মধ্যে পুরূষ ১১ দশমিক ১৯ মিলিয়ন বা এক কোটি ১১ লাখ ৯০ হাজার এবং মহিলা ৩৫ দশমিক ২০ মিলিয়ন বা তিন কোটি ৫২ লাখ ২০ হাজার । দেখা যায় মহিলারাই বেশি শ্রমশক্তির বাইরে রয়েছেন। দেশে শ্রমশক্তিতে অংশ নেওয়ার হার ৬১ দশমিক ৩৭ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অর্থনৈতিক খাত অনুযায়ী কৃষিতে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা ৩১ দশমিক ৯৪ মিলিয়ন, শিল্পখাতে ১২ দশমিক ২৫ মিলিয়ন এবং সেবায় ২৬ দশমিক ৯১ মিলিয়ন । শ্রমশক্তি জরিপ ২০২৩ এর প্রথম ত্রৈমাসিকে যুব শ্রমশক্তি ২৭ দশমিক ৩৮ মিলিয়ন বা দুই কোটি ৭৩ রাখ ৩৮ হাজার । এর মধ্যে পুরুষ ১৪ দশমিক ৩ মিলিয়ন এবং মহিলা ১৩ দশমিক ৩৫ মিলিয়ন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুল আলম বলেন, বাংলাদেশ কৃষি শ্রম মৌসুম ভিত্তিক। চলতি বছরের প্রথম তিন মাসে মন্দা সময় গেছে। এটাকে বলা হয় কম কাজ থাকার সময় বা মন্দা সময়। ফলে কৃষিতে শ্রমিকের চাহিদা কমায় সার্বিকভাবে বেকার সংখ্যা বেড়েছে। তবে চলতি এপ্রিল থেকে মে মাস আবার শ্রমিকের চাহিদা বাড়বে। ফলে এই তিন মাসের হিসাবে বেকার কমতে পারে। ত্রৈমাসিক ভিত্তিতে বেকার কমা বাড়ার মধ্যদিয়েই যাবে। তিনি আরও বলেন,আগামীতে জেলা ভিত্তিক জিডিপির হিসাব দেওয়া গেলে ভালো হবে। তাহলে জেলা পর্যায়ে অর্থনীতির স্বাস্থ্য ফুটে উঠবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana