শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

চিনি সার এলএনজি আমদানির সিদ্ধান্ত

চিনি সার এলএনজি আমদানির সিদ্ধান্ত

একুশে ডেস্ক:

টিসিবির মাধ্যমে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া আমদানি করা হবে ২ লাখ ৫ টন ইউরিয়া সার। এগুলোসহ ১৪ ক্রয় প্রস্তাবে বুধবার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব ক্রয়ে মোট ব্যয় হবে তিন হাজার ৫৬৯ কোটি টাকা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে তুরস্ক থেকে। প্রতিকেজির মূল্য ৮২ দশমিক ৮৯ টাকা। টিসিবির জন্য এ চিনি কেনা হবে। অপর প্রস্তাবে টিসিবি আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করবে।

এছাড়া ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২৪ সালের মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে অতিরিক্ত ৩০১ কোটি টাকা ব্যয় হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana