শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

হোসেনপুরে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

হোসেনপুরে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রত্যেক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়নে ভিজিএফ বিতরণের ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউর রহমান, ইউপি সচিব মোরশেদ আলী, প্যানেল চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মালেক খোকা, আব্দুর রাশিদ, আবুল কাশেম, চাঁন মিয়া, রেজাউল করিম রশিদ, সিদ্দিক হোসেন, জিল্লুর রহমান মুকুল, রবিউল আলম শিপন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পারভীন আক্তার, আনোয়ারা বেগম শিল্পী, নুরুন্নাহার, ইউপি হিসাব সহকারী তোফাজ্জল হোসেন সুমন, উদ্যোক্তা তাজউদ্দীন, হোসেনপুর উপজেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক শাহজাহান সাজু প্রমুখ। ভিজিএফ কর্মসূচীর আওতায় গোবিন্দপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের ১০ কেজি করে মোট ৬ হাজার ৪৩৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৬৪.৩৫ টন ভিজিএফ এর চাল বিনামূল্যে প্রদান করা হবে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এড. সাঈদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল অত্র ইউনিয়নের ৬ হাজার ৪৩৫ জন হতদরিদ্র অসহায়দের মাঝে টানা তিন দিন বিতরণ করা হবে। পর্যাপ্ত পরিমাণে ভিজিএফ এর আওতায় দরিদ্রদের মাঝে চাল বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ইউনিয়নবাসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান ইউপি চেয়ারম্যান।উল্লেখ্য: হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নে ২৯ হাজার ৪০৯ এবং একটি পৌরসভায় ৩ হাজার ৮১জন হতদরিদ্র-দুস্থ পরিবারকে ভিজিএফ এর আওতায় বিনামূল্যে ৩২৪.৯ মেট্রিক টন চাল বরাদ্দা দিয়েছে সরকার। বরাদ্দকৃত চাল ঈদের আগেই বিতরণ করা হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana