সোমবার, ০৫ Jun ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন

সাংবাদিকতা করলে পড়া লেখার বিকল্প নেই

সাংবাদিকতা করলে পড়া লেখার বিকল্প নেই

মোঃ মাইন উদ্দিন : সাংবাদিকতা বিষয় নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করতে পারেননি তাতে কি? আসুন বেশি বেশি বই পড়ি, পত্রিকা পড়ি, ম্যাগানিক পড়ি, গল্প পড়ি, কলাম পড়ি, ফিচার পড়ি। বেশি  করে পড়ি। মফস্বলে যারা সাংবাদিকতা করে তাদের কতজন-ই বা ভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে। তবে তারা অভিজ্ঞ, অনেক অভিজ্ঞ, পড়তে পড়তে জ্ঞানের পরিধি বাড়ছে তাদের। আসুন আমারও পড়ি, প্রতিদিন পড়ি, যত বেশি পড়বেন ততই জ্ঞানের পরিধি বাড়তে থাকবে, জ্ঞানের ভান্ডার বৃদ্ধি পাবে। জ্ঞান বাড়লে অন্তর অন্যের লেখা কপি করে হুবহু দিতে হবে না। ইচ্ছে করলে একটু অধটু ঘুরিয়ে ঘারিয়ে দেওয়া যাবে। মনে রাখবেন, দক্ষতা না থাকলে কোনো কাজে উন্নতি করা সম্ভব না। তাই আগে সাংবাদিকতার জন্য নিজেকে দক্ষ করে তুলতে হবে, তারপর সাংবাদিকতা। যদি নিজেকে দক্ষ করে তুলতে পারেন তাহলে আর অন্যের লেখা কপি করতে হবে না। আর কোনো কারণে কপি করলেও কেউ বুঝবে না- লেখাটি কপি করা হয়েছে। যেমন: দক্ষ চোরে চুরি করলে অতি সহজে কেউ বুঝে না, এমনকি তারা ধরা খাইতেও দীর্ঘ সময় লাগে। আসুন আমরাও কপি করা ছেড়ে দিয়ে বেশি বেশি পড়ি, পড়তে পড়তে জ্ঞান অর্জন করি। কারণ সাংবাদিকতা করলে জ্ঞানের প্রয়োজন আছে, প্রচুর জ্ঞান। আর জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই পড়তে হবে, লিখতে হবে। সাংবাদিকতা করলে পড়া লেখার বিকল্প নেই। অর্থাৎ অন্যের উপর নির্ভর করে সাংবাদিকতা করা যাবে না, যদিও করা যায়, হয়তো ফটো, ভিডিও ও ফেসবুক লাইভ টাইভ প্রচার করে কোনোরকম সাংবাদিক পরিচয়টা দেওয়া যাবে। তবে এটুকুও মন্দ কি? আমাদের অবস্থাটাও তো এরকম-ই, অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী পড়তে পারে না শুধু ফটো, ভিডিও আর ফেসবুক লাইভ টাইভ-ই পছন্দ করে। মনে করে এ যেন নাটোরের কাঁচা গোল্লা।

লেখক- সংবাদকর্মী, একুশে টাইম।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana