শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৬ মার্চ) জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও জেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নানা কর্মসূচির আয়োজন করে।

রবিবার সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সকালে গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ সকল শহীদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ছাড়াও দিবসটি পালনে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরস্কার বিতরণ। এদিকে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana