শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০০ অপরাহ্ন

করিমগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

করিমগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের করিমগঞ্জে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।সূর্যোদয়ের সময় সকল সরকারি, আধা-সরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে করিমগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮ টায় করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ হয়।পতাকা উত্তোলন ও শহিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন করিমগঞ্জ থানার ওসি শামছুল আলম সিদ্দিকী।পুলিশ, আনসার -ভিডিপিসহ করিমগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা,স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু।প্রধান অতিথির বক্তব্য করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন,শহীদের রক্তস্নাত বঙ্গবন্ধুর এই বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অগ্রণি ভূমিকা রেখে যাচ্ছেন তার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় করিমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা :আছমা আক্তার,করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি সাংবাদিক আবুল মনসুর লনু, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক কামাল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana