শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে হেরে সমালোচনার মুখে পাকিস্তান

আফগানিস্তানের বিপক্ষে হেরে সমালোচনার মুখে পাকিস্তান

একুশে ডেস্ক:

শুক্রবারের আগে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে তিনবার মুখোমুখি হয় পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট দল। অতীতের সেই সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করেই জয় পায় পাকিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের ঐতিহাসিক জয় পায় আফগানিস্তান।

নিয়মিত অধিনায়ক বাবর আজম, তারকা ব্যাটসম্যান ফখর জামান ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিসহ পাঁচজন তারকা ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে হেরে যায় পাকিস্তান।

আফগানদের বিপক্ষে প্রথমবার হেরে যাওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছে শাদাব খানের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তানের সমালোনা করে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল বলেন, কোচ আব্দুল রহমান নতুন, তাই তিনি শাদাব খানের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। শাদাব একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং গত দুইতিন বছর ধরে পাকিস্তানের সহ-অধিনায়ক। তিনি সঠিকভাবে পিচ বুঝতে পারেননি। বুঝতে পারেননি পিচ অনুযায়ী কী ধরনের বোলিং করা উচিত ছিল।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana