সোমবার, ০৫ Jun ২০২৩, ০৫:১১ অপরাহ্ন

ভৈরবে ৩৮ কেজি গাজাসহ মাদককারবারি গ্রেফতার

ভৈরবে ৩৮ কেজি গাজাসহ মাদককারবারি গ্রেফতার

এম. এ হালিম,বার্তাসম্পাদকঃ ভৈরবে র্্যাবের অভিযানে ৩৮ কেজি গাজাঁসহ  ১ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদককারবারি ব্র্যাক্ষণ- বাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুর গ্রামের সামসু মিয়ার পুত্র সোহাগ মিয়া(৩৪) বলে জানা গেছে। এ সময় মাদকবহনকারী পিকআপটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে র্্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। র্্যাব-১৪ ভৈরব ক্যাম্পের  কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আক্কাছ আলী প্রেস বিঞ্জপ্তিতে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড়ে অভিযান চালিয়ে পিকআপটি আটক করে তার ভিতর থেকে কষ্টেপে মোড়ানো ৯ টি গাজাঁর পুটলা(৩৮) কেজি উদ্ধার করে জব্দ করা হয়।  এ সময় সোহাগ মিয়াকে আটক করা হয়।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana