শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

নিকলীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ভূমিহীন-গৃহহীন পরিবার

নিকলীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ভূমিহীন-গৃহহীন পরিবার

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিকলীতে  প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন আরও ৬টি পরিবার।
আগামী বুধবার (২২মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তরের উদ্বোধন করবেন। পরে ৬ টি উপকারভোগী পরিবারকে ঘর হস্তান্তর করা হবে।
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না౼প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
উপকারভোগী প্রত্যেক পরিবারকে দুই শতাংশ করে জমি রেজিস্ট্রি করে দেয়া হয়েছে। সেই সঙ্গে নাম খারিজ ও খাজনা পরিশোধ করে স্বত্ব দখল বুঝিয়ে দেয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া ওই জমির ওপর সরকার নির্ধারিত ডিজাইনে পাকঘর ও ল্যাট্রিন সংবলিত দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণের কাজও সম্পন্ন করা হয়েছে।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন  জানান, উপজেলায় এ পর্যন্ত ১০৬জন উপকারভোগীদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে এবং এছাড়াও ৪র্থ পর্যায়ের ১ম ধাপের ৬ টি ঘর উপকারভোগীদের হস্তান্তর করা হবে এবং ২য় ধাপের ২০টি ঘর তৈরীর নির্মাণ  কাজ চলমান রয়েছে।
তিনি আরও আশাব্যাক্ত করে এ প্রতিনিধিকে জানান, নিকলী উপজেলাকে অচিরেই ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana