রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন

ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার

ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার

এম.এ হালিম, বার্তাসম্পাদক:

কিশোরগঞ্জের ভৈরবে ২৫ কেজি গাজাঁ ও ৫শত ৭৫ পিছ ইয়াবাসহ ৪ মাদককারবারি কে গ্রেফতার করেছে র‌্যাব -১৪। গ্রেফতারকৃতরা হলো শিশু মিয়ার পুত্র মোঃ রিপন মিয়া (৩২), মৃত গুলজার মিয়ার পুত্র মোঃ রুপন মিয়া (৩৯), ফারুক মিয়ার পুত্র মোঃ রুবেল মিয়া (২৫)ও সাজ্জাদ নুর মিয়ার পুত্র ফালান মিয়া(২৪)। গ্রেফতারকৃতরা হবিগঞ্জ সদর থানার আশেরা ফান্ডাইল গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
র‌্যাব-১৪ ভৈরব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল টোলপ্লাজায় অবিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকারের ভিতর থেকে ২৫ কেজি গাজাঁ ৫শত ৭৫ পিছ ইয়াবা উদ্ধার করে। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা র‌্যাবের কাছে স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক সরবরাহ করে দেশের অভ্যন্তরে পাচার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana