রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:৩০ অপরাহ্ন

কিশোরগঞ্জে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা দোয়া ও মিলাদ

কিশোরগঞ্জে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা দোয়া ও মিলাদ

আশরাফুল ইসলাম তুষার :

কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম  জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জেলা আ.লীগ কার্যালয়ে এ আলোচনাসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা খালেদ সাইফুল্লাহ শাফাতের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফরহাদ আহমেদ টিটুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ দপ্তর সম্পাদক বাতেন, জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েন এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ রুবেল, প্রচার সম্পাদক ইমরান হোসেন, বিন্নাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মোফাজ্জল, শরীফ প্রমুখ।

আলোচনাসভা শেষে জাতির পিতার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে মিলাদের আয়োজন করা হয়। এ সময় জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের শতাধিক নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana