বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

সাফল্যের রহস্য জানালেন বাবর

সাফল্যের রহস্য জানালেন বাবর

একুশে ডেস্ক:

বিশ্ব ক্রিকেটে সাফল্য পাওয়ার পেছনে কী রহস্য তা জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি’ এই প্রবাদটি তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন। পেশোয়ার জালমি প্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর আজম এসব কথা বলেন। খবর ক্রিকেট পাকিস্তানের।

বাবরের মতে, ম্যাচগুলোতে ভালো করার একমাত্র পথই হলো কঠিন অনুশীলন। আমি বিশ্বাস করি, যে ক্রিকেটার মাঠে খেলতে চান তাকে অবশ্যই কঠোর চর্চা করতে হবে।

বাবর তার নৈপুণ্যের প্রতিদান পেয়েছেন। এজন্য তাকে আজ বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে গণ্য করা হয়। গত বছর তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসি তাকে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে।

ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখোমুখি হওয়া সত্ত্বেও বাবর তার ব্যাটিংয়ে যেকোনো ত্রুটির সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, তার উন্নতির জন্য আরও কিছুটা সময় প্রয়োজন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana