মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার মার্চ মাসের আইন-শৃঙ্খলা কমিটিসহ ৮টি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার সম্প্রসারিত কমপ্লেক্স পরিষদের হল রুমে এসব সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: আ.সাত্তার, কিশোরগঞ্জ মডেল থানার প্রতিনিধি শাহাব উদ্দিন, সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার আ.ন.ম আশরাফুল কবীর, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আল আমিন, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিযাকত আলী, বিন্নাটী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাগলা মসজিদের ইমাম মাও খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও. মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন পরিষদ কিশোরগঞ্জ এর সভাপতি আমিনুল হক সাদী প্রমুখ। সভায় কিশোরগঞ্জ সদরের আইন শৃঙ্খলা ও আসন্ন রমজানকে ঘিরে শহরকে যানজটমুক্তসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, বুধবার সকালে প্রথম অনুষ্ঠিত হয় উপজেলা কৃষিঝণ কমিটির সভা। পরে পর্যায়ক্রমে উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, চোরাচালান টাস্কফোর্স প্রতিরোধ কমিটির সভা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা, উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাসমূহ অনুষ্ঠিত হয় । এসব সভায় সংশ্লিষ্ট সদস্যগণ, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।