শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

কিশোরগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

আমিনুল হক সাদী:

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলায় তালিকা অনুযায়ী ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম শতভাগ সম্পন্ন হওয়ায় এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে বিশেষ সভার আয়েজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আ.সাত্তার,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার,সদর উপজেলা নিবাহী প্রকোশলী মুহাম্মদ মোজাম্মেল হক,বীরমুক্তিযোদ্ধা ভূপাল নন্দী,মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, কর্শা কড়িয়াল ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন প্রমুখ। এ সময় সভায় উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, বিভাগীয় কমকর্তা গণ, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সদরে মোট ১১২ জনকে গৃহ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ সদর উপজেলাসহ চারটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana