রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ সদর উপজেলার সমাজসেবা অফিসার মো: আল আমিনকে ব্যতিক্রমীভাবে বরণ নিয়েছেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার এবং যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সংগঠক আমিনুল হক সাদী।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার এবং যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সংগঠক আমিনুল হক সাদীর লিখা বই উপহার প্রদান করে বরণ করে নেন। এ সময় তিনি বইয়ের লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহবিয়া আলম নাদিম প্রমুখ।