মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

ববি রাজনীতিতে আসছেন কি না, যা জানালেন প্রধানমন্ত্রী

ববি রাজনীতিতে আসছেন কি না, যা জানালেন প্রধানমন্ত্রী

একুশে ডেস্ক:

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি৷ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে৷

এরপরই ববি কি শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল ধরবেন কি না এ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেও প্রশ্ন আসে এ নিয়ে।

জবাবে এমন কোনো কিছুর পরিকল্পনা নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের দুই বোনের পাঁচ সন্তান। তারা সবসময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে সিআরআইসহ যত গবেষণামূলক কাজ বলেন তারা করে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আজকে যে দক্ষ জনশক্তি, এটার পেছনেও তাদের কিছু অবদান আছে। অটিজম নিয়ে কাজ করছে। তারা কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য ছিলো না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না। দেশের জন্য মানুষের জন্য তারা সবসময়ই কাজ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana