রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:০০ অপরাহ্ন

হঠাৎ বাড়িতে সাকিব, মায়ের হাতের রান্না খাওয়ালেন তাসকিনকে

হঠাৎ বাড়িতে সাকিব, মায়ের হাতের রান্না খাওয়ালেন তাসকিনকে

একুশে ডেস্ক:

সোমবার দুপুরে হঠাৎ মাগুরায় হাজির সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। নিজের বাড়িতে পৌঁছে তাসকিনকে মায়ের হাতের রান্না খাওয়ালেন তিনি।

এ সময় অসংখ্য ভক্ত ও উৎসাহীরা তাকে দেখতে ভিড় করেন সেখানে। দাপ্তরিক কাজ শেষ করে সোজা চলে যান মাগুরা শহরের কেশবমোড়ে নিজের বাড়িতে। সেখানে সাকিব আর তাসকিনের জন্য দুপুরের খাবার রান্না করেন সাকিবের মা শিরিন রেজা।

এরপর দুপুর ৩টায় আবার ঢাকার উদ্দেশে রওনা। বিদায় মুহূর্তে বাড়িতে উপস্থিত সাংবাদিকরা ক্যামেরা-মাইক্রোফোন হাতে নানা প্রশ্ন করলেও সযত্নে এড়িয়ে যান সাকিব। তাসকিনও তাই।

তবে মাগুরার ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে সাকিব হাসতে হাসতে জবাব দেন, আপনারা যেমন পরামর্শ দেবেন তেমনি হবে। এরপর আবার বলেন, সবই আল্লাহর ইচ্ছা।

এর আগে দুপুর দেড়টায় সাকিব তাসকিনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারযোগে মাগুরা পুলিশ লাইনস মাঠে নামেন। মাগুরায় সংক্ষিপ্ত সময়ের এ ভ্রমণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana