শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে রুকনুজ্জামান ওরফে রোকন (৩৮) নামের এক ওয়ারেণ্টভূক্ত আসামীর দেহ তল্লাশি করে ১টি দেশীয় পাইপগান ও ২টি কার্তুজসহ গ্রেফতার করেছে বাজিতপুর থানা পুলিশ। গতকাল রবিবার (১২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের আক্তার ভ্যারাইটিস ষ্টোর এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মো: রকনুজ্জামান ওরফে রোকন উপজেলার মাছিমপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে।
জানাযায়, বাজিতপুর থানার এসআই দেলোয়ার হোসেন এর সহায়তায় ওয়ারেণ্টভূক্ত আসামী রকনুজ্জামান ওরফে রোকনকে গ্রেফতার মূলে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভিতর থেকে ১টি দেশীয় পাইপগান ও ২টি রাবার কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাজিতপুর থানার মামলা নং ০৮, তাং- ১৩.০৩.২০২৩ খ্রি:, ধারা- ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯A রুজু করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে থানা রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে অস্ত্র, চুরি ও ডাকাতিসহ ০৭টি মামলার তথ্য পাওয়া যায়। মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানাগেছে।