শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের ভৈরবে মো: রুস্তম মিয়া (৪৭) ও সাজ্জাদ হোসেন রিয়ান (২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১টা ৩০ মিনিটের দিকে জেলার ভৈরব উপজেলার চন্ডিবের দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে। আটকৃত মো: রুস্তুম মিয়া জেলার ভৈরব থানার চন্ডিবের গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ও সাজ্জাদ হোসেন রিয়ান একই এলাকার মো: পিন্টু মিয়ার ছেলে।
এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানান, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল। এরই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।