শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মিথ্যা হয়রানীমূলক অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুব লীগের সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মিথ্যা হয়রানীমূলক অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুব লীগের সংবাদ সম্মেলন

এম.এ হালিম,বার্তাসম্পাদক ॥

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৌর যুবলীগ সদস্য আতিক আরমানের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক অভিযোগ ,অপপ্রচার ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদসভা করেছে উপজেলা যুবলীগ । উপজেলা যুবলীগের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে শহরের সেলিম স্মৃতি চত্বরে সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহবায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে পৌর যুবলীগ সদস্য আতিক আরমান বলেন, প্রবাসী কামাল উদ্দিন পূর্ব গাইলকাটা গ্রামে সংখ্যা লঘুদের চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মঅণ করেছে । এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে তিনি সরেজমিনে গেলে কামাল উদ্দিনের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে । উক্ত ঘটনাকে ভিন্নখাতে নেয়ার জন্য এবং তার সুনাম ক্ষুন্ন করার জন্য তার বিরুদ্ধে থানায় একটি মিথ্যা ও হয়রানীমূলক চাদাঁবাজির অভিযোগ দিয়ে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে । তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও হয়রানী মূলক অভিযোগ প্রত্যাহারের দাবী জানান । এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আলমগীর, সালুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মহসিন, কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ কায়কোবাদ ,সাবেক ছাত্রলীগ সভাপতি শফিকুল আলম সোহাগ প্রমূখ । এ সময় বক্তারা বলেন, কুলিয়ারচরে আওয়ামী যুবলীগ কোন ধরনের চাদাঁবাজি বা দখলবাজিতে নেই । কিন্ত কামাল উদ্দিন যুব লীগের সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা চাদাঁবাজির অভিযোগ দিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা । এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana