বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ সুষ্ঠু বিচারের আশ্বাসে ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক 

ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ সুষ্ঠু বিচারের আশ্বাসে ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক 

এম.এ হালিম,বার্তা সম্পাদক ॥

ভৈরবে সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি মোঃ কালু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে আজ সোমবার দুপুর ১ টার দিকে কালিকাপ্রসাদ গ্রামের বিক্ষুদ্ধ জনতা সড়কে ও রেল লাইনে টায়ারে আগুন জ্বালিয়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ও রেলপথ অবরোধ করে পৌর যুবলীগের সাধারন সম্পাদক সৈকত আল-আমিন কে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে । এ সময় ২ ঘন্টা যাবত কিশোরগঞ্জ,ময়মনসিংহ ও ঢাকাগামী কয়েকশত যানবাহন আটকা পড়ে চলাচল বন্ধ হয়ে যায় । এতে যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে । এ সময় কিশোরগঞ্জগামী এগার সিন্ধু ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা । পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক ।
খবর পেয়ে ভৈরব থানা ,হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ,প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব মোল্লা সাখাওয়াতসহ দলীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে ২ ঘন্টা পর বেলা ৩ টার দিকে অবরোধ প্রত্যাহার করে নিলে যান ও ট্রেন চলাচল স্বাভাবিক হয় । স্থানীয়রা ও আওয়ামীলীগের একাধিক দলীয় নেতা-কর্মীরা জানায় গতকাল রোববার বিকালে কালিকাপ্রসাদ ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের সময় পৌর যুবলীগের সাধারন সম্পাদকের সাথে ছাত্রলীগের কর্মী আতিয়ার আহমেদ লিমনের সাথে সংঘর্ষে সৈকত আল-আমিন আহত হয় ।খবর পেয়ে সৈকত আল-আমিনের সমর্থকরা রাত ১২ টার দিকে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর বাড়িতে ও একই সময়ে ভৈরব উপজেলা সাবেক চেয়ারম্যান হাজি মোঃ কালু মিয়ার পুত্র কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান লিটন মিয়ার ভৈরববাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লোট-পাট করে । এ সময় পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন ইটপাটকেলের আঘাতে আহত হয় ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana