রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন
খেলা ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দিকে বেশ জনপ্রিয়তা পায়; কিন্তু চলতি আসরে বিপিএলের সেই ক্রেজ আর নেই।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলীয় অনুশীলন শেষে ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমার মনে হয় গত দুই বছর করোনায় পুরো পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করেছে। আমার ধারণা বিপিএলের প্রতিদ্বন্দ্বিতা দারুণ, কারণ এখানে ক্রিকেট সহজ নয়। ব্যাটার বা বোলার হিসেবে আসলে কন্ডিশনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। স্পিনাররা ভালো কাজ করছে, পেসার হিসেবে আপনাকে খুব নিখুঁত হতে হবে পারফর্ম করার জন্য।’
ওয়াহাব রিয়াজ আরও বলেন, ‘বিপিএল কিছুই হারায়নি। গত দুই বছর সব ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করে দিয়েছে। যত বেশি ক্রিকেট হবে, ততই অবস্থা ভালো হবে। সত্যি কথা বলতে এডিআরএস সমস্যা তৈরি করছে। আমাদের সঙ্গেও এক ম্যাচে এমন হয়েছিল। যদি আমার পছন্দের কথা বলেন, এডিআরএস না রেখে আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে দেব। এটা আসলে ব্যাটার ও বোলার দুজনের ক্ষেত্রেই সংশয় তৈরি করে। আম্পায়ারদেরই বিচার করতে ও সেরাটা বেছে নিতে দেওয়া দরকার।’