শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

কিশোরগঞ্জে ৮ হাজার ৬৫০ হেক্টর জমিনে সরিষা চাষ

কিশোরগঞ্জে ৮ হাজার ৬৫০ হেক্টর জমিনে সরিষা চাষ

আমিনুল হক সাদীঃ

যত দূর চোখ যায় কেবলই হলুদের হাতছানী।এ যেন প্রকৃতির নরম গালিচা। সাথে মৌমাছির মধুর গুঞ্জন। মৌমাছিরা ফুলে ফুলে ভরপুর ফুল থেকে মধু সংগ্রহের কাজে ব্যস্ত। তাড়াইল, করিমগঞ্জ, ইটনা, ভৈরব উপজেলার গ্রামে গ্রামে সরিষার মৌসুমে এক দশকেরও বেশি সময় ধরে মধু সংগ্রহ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন মৌ চাষিরা। এ বছর জেলায় ৮ হাজার ৬৫০ হেক্টর জমিনে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ১ হাজার হেক্টর জমির সরিষা চাষে মধু সংগ্রহের বাক্স বসানো হয়েছে। সরিষা চাষ মৌসুমে সর্বোচ্চ তিনবার মধু সংগ্রহ করা হয়।এতে করে এ বছর জেলায় ১০/১১ টন মধু সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব এপি কালচার এর পরিচালক জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চলতি রবি মৌসুমে কিশোরগঞ্জজেলার ১৩ উপজেলাতেই সরিষার আবাদ হয়েছে। জেলায় মোট আবাদকৃত জমির পরিমাণ ৮ হাজার ৬৫০ হেক্টর। উপজেলাওয়ারি জমির পরিমান হোসেনপুরে ১৭০ হেক্টর, কিশোরগঞ্জ সদরে ৭০ হেক্টর,পাকুন্দিয়ায় ৫২৫ হেক্টর, কটিয়াদীতে ৫৪৫ হেক্টর, করিমগঞ্জে ১৫৮০ হেক্টর, তাড়াইলে ৭৫৫ হেক্টর,ইটনাতে ৪৬৫ হেক্টর, মিঠামইনে ১০০ হেক্টর, নিকলীতে ৩৩৫ হেক্টর,অষ্টগ্রামে ১৭৫ হেক্টর, বাজিতপুরে ১০৭৫ হেক্টর, কুলিয়ারচরে ৩১০ হেক্টর ও ভৈরবে ২৫৪৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৫৪৩ মেট্রিক টন।
সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ খুবই লাভজনক। এতে কৃষক ও মৌ চাষী উভয়েই লাভবান হন। এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে পাশাপাশি মৌমাছিরা পরাগায়নের মাধ্যমে সরিষার অধিক ফলন পান কৃষক, আর মৌ চাষিরা পান মধু।
মৌ চাষিরা সাধারণত পছন্দের একটি সরিষা ক্ষেতের পাশে খোলা জায়গায় চাক ভরা বাক্স স্থাপন করেন। একেকটি বাক্সে ৮-১০টি মোম দিয়ে তৈরি মৌচাকের ফ্রেম রাখা হয়। প্রতিটি মৌ বাক্সের ভেতরে রাখা হয় রাণী মৌমাছি।ফুল থেকে মৌমাছিরা মধু এনে বাক্সের ভেতরের চাকে জমা করে। রাণী মৌমাছির কারণে ওই বাক্সে মৌমাছিরা আসতে থাকে। চাকের বাক্সের মাঝখানের নিচে ছিদ্র করে রাখা হয়। সে পথ দিয়ে মৌমাছিরা আসা-যাওয়া করতে থাকে।মৌ চাষিরা জানান, বাক্সের ভেতরের চাকগুলো মধুতে পরিপূর্ণ হতে সময় লাগে ছয় থেকে সাত দিন। এরপর মধু চাষিরা বাক্স খুলে চাকের ফ্রেম থেকে মেশিনের মাধ্যমে মধু সংগ্রহ করেন।
এদিকে, সরিষা চাষিরা বলছেন, সরিষা ক্ষেতগুলো সাধারণত দেড় মাসের মতো ফুলে ফুলে ভরে থাকে। যতদিন ফুল থাকে, ততদিনই চলে মধু সংগ্রহ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana