শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

সৌদিতে রোনালদোর অভিষেকে রেকর্ড

সৌদিতে রোনালদোর অভিষেকে রেকর্ড

খেলা ডেস্ক:

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি টেলিভিশনে যত দর্শক দেখেছেন, তার চেয়ে দ্বিগুণেরও বেশি দর্শক দেখেছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ‘ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে বিশ্বকাপের ফাইনাল পুরো বিশ্বে ১৫০ কোটি মানুষ দেখেছেন। অন্যদিকে আল নাসেরের হয়ে রোনালদোর অভিষেক দেখেছেন ৩০০ কোটি মানুষ। রোনালদোর অভিষেক বিশ্বের ৪০টি চ্যানেলে দেখানো হয়েছে। ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখানো হয়েছে ১৮টি চ্যানেলে।

কাতার বিশ্বকাপের আগে এক বিজ্ঞাপনে দাবার বোর্ডে মনোনিবেশ করতে দেখা যায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সেই ছবি থেকে বিজ্ঞাপনের জন্য রোনালদো নিয়েছিলেন ২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা।

বিশ্বকাপ শেষে নিজের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে খেলতে যান মেসি। ক্লাবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

অন্যদিকে ইউরোপের ফুটবল দুনিয়া থেকে ধীরে সরে গিয়েছেন রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন তিনি। কিন্তু এখনো সেই ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি রোনালদোর। দুই ম্যাচ নির্বাসনের শাস্তি রয়েছে তার। সেই শাস্তি কাটাচ্ছেন সিআর সেভেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana