রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন
তেজগাঁও, ঢাকা, তরঙ্গ ও শব্দ
১। শব্দ কোন ধরনের তরঙ্গ? উত্তর : অনুদৈর্ঘ্য তরঙ্গ।
২। বৈদ্যুতিক পাখার গতি কোন ধরনের গতি?
উত্তর : বৃত্তাকার পর্যাবৃত্ত গতি।
৩। স্প্রিং-এর সংকোচন-প্রসারণ কোন ধরনের গতি?
উত্তর : রৈখিক পর্যাবৃত্ত গতি।
৪। সরল দোলকের গতি কী ধরনের গতি? উত্তর : স্পন্দনগতি।
৫। সংকোচন ও প্রসারণ হয় কোন তরঙ্গের ক্ষেত্রে?
উত্তর : শব্দ তরঙ্গ।
৬। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কোনটি সঠিক?
উত্তর : সংকোচন ও প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হয়।
৭। পানির কণার আন্দোলনের ফলে পানির কণাগুলোতে কোন শক্তির সৃষ্টি হয়? উত্তর : যান্ত্রিক।
৮। পানির কণার আন্দোলনের ফলে পানিতে সৃষ্ট যান্ত্রিক শক্তি কীভাবে সঞ্চালিত হয়? উত্তর : কম্পনের মাধ্যমে।
৯। তরঙ্গ দ্বারা কোনটি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়?
উত্তর : শক্তি।
১০। পুকুরের পানির ঢেউয়ের গতি কোন প্রকৃতির?
উত্তর : পর্যাবৃত্ত
১১। কোন তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন? উত্তর : পানিতে সৃষ্ট তরঙ্গ।
১২। অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো কম্পনের দিকের সঙ্গে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত? উত্তর : 90°
১৩। কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
উত্তর : তাড়িত চৌম্বক তরঙ্গ।
১৪। জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কী বলে? উত্তর : যান্ত্রিক তরঙ্গ।
১৫। নদী বা সাগরের পানির ঢেউ কীরূপ তরঙ্গ?
উত্তর : আড় তরঙ্গ।
১৬। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সঙ্গে সমকোণে অগ্রসর হয়, তাকে কী বলে? উত্তর : অনুপ্রস্থ তরঙ্গ।
১৭। যে তরঙ্গ সৃষ্টির জন্য মাধ্যম প্রয়োজন তাকে কী বলে?
উত্তর : যান্ত্রিক তরঙ্গ।
১৮। কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে কী বলে? উত্তর : যান্ত্রিক তরঙ্গ
১৯। পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণ কত? উত্তর : 90°
২০। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের দিক ও বায়ুস্তরের কম্পনের মধ্যবর্তী কোণ কত? উত্তর : 0°
২১। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটির পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কী বলা হয়? উত্তর: দোলনকাল।
২২। কম্পাংককে কী দ্বারা প্রকাশ করা হয়? উত্তর: f
২৩। কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কেমন?
উত্তর: পরস্পরের ব্যস্তানুপাতিক।
২৪। পর্যায়কালের একক কী? উত্তর: সেকেন্ড।
২৫। 1 সেকেন্ডে কোনো কণা 1 টি পূর্ণস্পন্দন সম্পন্ন করলে তাকে কী বলে? উত্তর: 1 Hz
২৬। তরঙ্গস্থিত কোনো কণার যেকোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থাকে কী বলে? উত্তর: দশা।
২৭। পর পর দুটি সমদশার মধ্যে বিস্তার সংখ্যা কয়টি? উত্তর: ২টি।
২৮। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে? উত্তর: কম্পাঙ্ক।
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
কৃষিজ উৎপাদন
১। বাংলাদেশে কয় জাতের ধান আছে?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
২। কালিজিরা কোন জাতের ধান?
ক) স্থানীয় জাত খ) স্থানীয় উন্নত জাত
গ) উচ্চ ফলনশীল জাত ঘ) বিদেশি জাত
৩। ব্রি এ পর্যন্ত কতটি উফশী জাত উদ্ভাবন করেছে?
ক) ৭৮টি খ) ৮২টি গ) ৮৭টি ঘ) ৮৯টি
৪। আমন মৌসুমের জাত বিআর ১১-এর নাম কী?
ক) মুক্তা খ) কিরণ গ) শাহাজালাল ঘ) দুলাভোগ
৫। শুধু বোরো মৌসুমেই চাষ করা যায় এরূপ জাত কতটি?
ক) ৮টি খ) ১২টি গ) ১৬টি ঘ) ২৭টি
৬। ধানের চারা তৈরির জন্য সাধারণত কয় ধরনের বীজতলা তৈরি করা যায়?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
৭। ধানের টুংরো রোগটি কোন জীবাণু জনিত রোগ?
ক) ব্যাকটেরিয়া খ) ছত্রাক গ) ভাইরাস ঘ) অনুজীব
৮। ধান চাষে সারিতে এক গোছা থেকে অন্য গোছার দূরত্ব কত হওয়া দরকার?
ক) ৩-৫ সে.মি. খ) ৫-৭ সে.মি.
গ) ১০-১২ সে.মি. ঘ) ১৫-২০ সে.মি.
৯। ধানে সংক্রমণকারী পোকা-
i. মাজরা পোকা ii. পামরি পোকা iii. বাদামি গাছ ফড়িং
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১০। ধান গাছের শীষের উপরের দিকে শতকরা কত ভাগ ধানের চাল শক্ত ও স্বচ্ছ থাকে?
ক) ৯০ ভাগ খ) ৮০ ভাগ গ) ৭০ ভাগ ঘ) ৬০ ভাগ
১১। উফশী জাতের ধানের শতকপ্রতি ফলন কত?
ক) ২০-২৪ কেজি খ) ৩০-৩৫ কেজি
গ) ৩৫-৪০ কেজি ঘ) ৪০-৪২ কেজি
১২। ধানের মৌসুম কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
১৩। কোন মাটি পাট চাষের জন্য সবচেয়ে উপযোগী?
ক) বেলেমাটি খ) এঁটেলমাটি
গ) দোআঁশমাটি ঘ) পলিমাটি
১৪। বিজেআরআই এ পর্যন্ত কতটি কেনাফ জাতের পাট উদ্ভাবন করেছে?
ক) ১৭টি খ) ১৬টি গ) ৭টি ঘ) ২টি
১৫। বাংলাদেশ ছাড়াও পাট চাষ হয়-
i. ভারতে ii. চীনে iii. জাপানে
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১৬। পাট ক্ষেতে কয় ধরনের মাকড় দেখা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
১৭। কোন রোগটি শুধু দেশি পাটেই দেখা যায়?
ক) কাণ্ডপচা রোগ খ) শুকনা ক্ষত
গ) কালো পট্টিরোগ ঘ) ব্লাস্টরোগ
১৮। বাংলাদেশে উৎপাদিত অর্থকরী ফসলের মধ্যে শীর্ষে কোনটি?
ক) ধান খ) গম গ) পাট ঘ) আখ
১৯। সরিষা কোন সময়ের ফসল?
ক) বর্ষাকালীন খ) গ্রীষ্মকালীন
গ) হেমন্তকালীন ঘ) শীতকালীন
২০। কোনটি সরিষার জাত?
ক) টেপি খ) সিজি গ) পান্থ ঘ) টরি-৭
২১। বাংলাদেশে কয় প্রকারের সরিষার চাষ হয়?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
২২। সরিষার বীজে শতকরা কত ভাগ তেল থাকে?
ক) ৩০-৩৫ খ) ৪০-৪৪ গ) ৫০-৫৫ ঘ) ৬০-৭০
২৩। দেশে মোট উৎপাদিত ডালের শতকরা কত ভাগ মাষকলাই থেকে আসে?
ক) ৩-৫ খ) ৫-৭ গ) ৯-১১ ঘ) ১৫-১৭
উত্তর :
১। খ ২। খ ৩। ক ৪। ক ৫। গ ৬। খ ৭। গ ৮। ঘ ৯। ঘ ১০। খ ১১। ক ১২। খ ১৩। গ ১৪। ঘ ১৫। ঘ ১৬। ক ১৭। খ ১৮। গ ১৯। ঘ ২০। ঘ ২১। গ ২২। খ ২৩। গ।