রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
দেশে গত একদিনে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে এক মাসের বেশির সময় পর মৃত্যুহীন একটি দিন পার হলো। তবে এ সময়ে ৩৬৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে মোট ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫০ জনের ঢাকার বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে।
এছাড়া নরসিংদী ও মানিকগঞ্জে একজন করে, চট্টগ্রাম বিভাগে ৫৯, ময়মনসিংহ বিভাগে ৬, খুলনা বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৭ এবং বরিশাল বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের নিয়ে দেশে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৪৯৬ জনে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২১০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৬ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে।
এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং বরিশাল বিভাগে ১৯ জন ডেঙ্গি আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়।
বর্তমানে সারা দেশের হাসপাতালে ১ হাজার ৮৩৭ ডেঙ্গি রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৪ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৫৩ জন।