শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে কৃষকদেরকে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কিশোরগঞ্জে কৃষকদেরকে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমের গম, ভ্রট্টা, সরিষা, সূর্যমুখি, পেয়াজ, মুগ, মসুর, খেসারী এবং চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ চলছে।
গত রবিবার সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার এর সভাপতিত্বে কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন। উপজেলায় এ বছর ৪ হাজার ১৫০জন কৃষককে প্রণোদনার আওতায় এনে বিভিন্ন প্রকার বীজ ও সার দেওয়া হবে।
বিতরণের আগে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,ভাইস চেয়ারম্যান আ.সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, কৃষি অফিসার ফাহিমা আক্তার ফাহিম। উপস্থিত ছিলেন, সদরের ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভাগীয় কর্মকর্তাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana