বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

নোংরা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন: ঈশাখাঁ বিরিয়ানী হাউজকে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন: ঈশাখাঁ বিরিয়ানী হাউজকে জরিমানা

পাকুন্দিয়া সংবাদদাতা:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও মূল্য তালিকাসহ অনুমোদন না থাকায় ঈশাখাঁ বিরিয়ানী হাউজকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের থানারঘাট বাইপাস এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় উপজেলার থানা ঘাটের ঈশাখা বিরিয়ানী হাউজের মালিক রানাকে এ জরিমানা করা হয়। এ সময় ভূমি অফিসের নাজির সবুর মোহাম্মদ তায়েবসহ পাকুন্দিয়া থানার পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানিয়া আক্তার।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana