বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবেরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে এসে নৌকা ডুবিতে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়। নিখোঁজের ৩৮ ঘন্টা পর বুধবার সকালে ব্রহ্মপুত্র নদ থেকে চাচা- ভাতিজাসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তারা হলেন-হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর পুত্র শামীম (৩৫), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরশাখচুড়া গ্রামের ছমেদ আলীর পুত্র মো. সিফাত (১৬) একই বাড়ির মনির উদ্দিনের শিশু পুত্র মো. ইয়াছিন (৭)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮ টার দিকে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে তাদের ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা নিহত ৩ জনের লাশ দেখে সনাক্ত করে।
হোসেনপুর থানা পুলিশ, ভৈরব থানার নৌ পুলিশ, পাগলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ব্রহ্মপুত্র নদ থেকে তাদের লাশ উদ্ধার করে।
৩ জনের মরদেহ স্বজনদের কাছে হাস্তান্তর করেছে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম ।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ব্রহ্মপুত্র নদে শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতার সময় নৌকা ডুবিতে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়।