মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে রোববার একটি বার্তা প্রকাশ করেছেন ব্রিটেনের নতুন রাজা চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা । ওই বার্তায় তিনি বলেছেন রানির হাসি ‘ভোলার মতো নয়’। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই বার্তায় ক্যামিলা আরও বলেন, তার ছিল সুন্দর দুটি নীল চোখ। তিনি যখন হাসতেন, তার পুরো মুখমণ্ডলে যেন আলো ছড়িয়ে পড়ত। সেই হাসি ভোলার নয়।
প্রসঙ্গত ৭০ বছর রাজত্ব করার পর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ , গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার রানির শেষকৃত্যের অনুষ্ঠানে বিশ্বের ৫০০ নেতা ও সম্মানিত ব্যক্তি উপস্থিত থাকবেন। এটির আয়োজন করেছেন রাজা তৃতীয় চার্লস। এ শেষকৃত্যের অনুষ্ঠানটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিশ্বনেতাদের জমায়েত হবে।
রানির শেষকৃত্যের অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যোগদান করছেন।