শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর ছেলের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর ছেলের মৃত্যু

 দর্পন ঘোষ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

সৌদি আরবের জিজান শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনি মিয়া (২৬) নামে এক প্রবাসী। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। বাইসাইকেলে করে নাস্তা আনতে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জনি মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বাগরাইট মহল্লার বিল্লাল মিয়ার ছেলে।নিহত জনির পিতা মো. বিল্লাল মিয়া জানান, আমার ছেলে জনি সৌদি আরবের জিজান শহরে একটি কোম্পানীতে কাজ করত। সে রাতের ডিউটি শেষে ভোরে তার রুমে আসে। রুমে এসে ফ্রেস হয়ে নাস্তা আনার জন্য বাইসাইকেলে করে হোটেলে যাচ্ছিল। এ সময় পিছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মো. হাকিম মিয়া নামে জনির এক সহকর্মী ফোন করে দুর্ঘটনার খবর আমাদেরকে জানায়। তিনি আরও বলেন, ১৮ মাস পূর্বে অনেক স্বপ্ন নিয়ে জনিকে সৌদি আরবে পাঠাই। আত্মীয় স্বজনদের নিকট থেকে ধার ও ঋণ করে তাকে সৌদিতে পাঠানো হয়। এখনো সেই ঋণের টাকা পরিশোধ হয়নি। আমাদের আশা ছিল জনি সামনের বছর ছুটিতে বাড়ি এলে তাকে বিয়ে করিয়ে ঘরে বউ আনাব। জনির ছোট ভাইকে বিদেশ পাঠাব। একটি দুর্ঘটনায় আমার সকল স্বপ্নই মাটি হয়ে গেল। শেষবারের মতো সন্তানের মুখখানা দেখার জন্য তার লাশ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান তিনি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana