সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তাসম্পাদক ॥
ভৈরবে যানজটমুক্তকরনসহ সড়কে যান চলাচল নিবির্ঘেœ করতে ও সড়ক নিরাপত্তায় করনীয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ,ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইফতেখার হোসেন বেণু ,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু,পৌরআওয়ামীলীগ সভাপতি ও নিসচা ভৈরব শাখার সভাপতি এস.এম বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ,জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম.এ হালিম,বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ,নিসচা ভৈরব শাখার সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন প্রমূখ । এ সময় বক্তারা বলেন, দূর্জয় মোড়ে যত্রতত্র বাস দাড় করিয়ে যাত্রী উঠা-নামা,ফুটপাত দখল করে ব্যবসা করা, সড়কের পাশে বাস কাউন্টারের ফলে দূর্জয়মোড়ে যানজট লেগে থাকে । এছাড়া অদক্ষ চালকদেও কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটছে । তাই এসব বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা ।