রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন
এম.এ হালিম, বার্তাসম্পাদক ॥
ভৈরবে দূর্গা পূজা উপলক্ষ্যে সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ,ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইফতেখার হোসেন বেণু ,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু,পৌরআওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ,জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি প্রমূখ ।
এ সময় বক্তারা বলেন,একটি চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত । তাই দূর্গা পূজা উপলক্ষ্যে চক্রটি যাতে কোন ধরনের অস্থিতিশীল বা হিন্দু –মুসলিমদের মাঝে কোন দাঙ্গা লাগাতে না পারে সেজন্য সবাইকে সচেতন ও দৃষ্টি রাখার আহবান জানান । সভায় বিভিন্ন রাজনৈতিক,সুশীল সমাজ,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা –কর্মচারীরা অংশ নেন ।