দর্পন ঘোষ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
জরুরি প্রসূতি সেবার আওতায় ১৪ বছর পর আবারও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল অপারেশন থিয়েটার , প্রথম দিনেই সিজারিয়ান অপারেশন হয়েছে ১টি। মঙ্গলবার সকালে উপজেলা লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের মো. তোফাজ্জল হোসেনের স্ত্রী ফেরদৌসি জাহানের সফল ভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়েছে। তিনি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। সম্পূর্ণ বিনা খরচে এ সিজারিয়ান অপারেশন করা হয়েছে। সিজারিয়ান অপারেশনের করেন মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ঈশা খাঁন, ডা. জেরিন তাসনিম, ডা. ফারিয়া রহমান এ সময় তাদের সহযোগিতায় ছিলেন স্টাফ নার্স লিপি দেবনাথ, রাজিব হুসেন, লাকি আক্তার এবং মিডওয়াইফ নার্গিস আক্তার। অপারেশনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অলি আহম্মদ। জানাযায়, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর কটিয়াদী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠিত হয়। প্রথম সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়ছিল ২০০৮ সালে। ২০০৮ সালে হাসপাতালে সর্বশেষ অপারেশন হয়েছিল। এর পর থেকে দীর্ঘ ১৪ বছর হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জামাদি, সুযোগ-সুবিধা, এনেস্থিসিয়া ডাক্তার ও জনবল সংকটের কারণে সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। ফলে বাধ্য হয়ে রোগীদের হাসপাতালের সামনে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিক কিংবা জেলা সদর হাসপাতালগুলোতে দৌড়াতে হচ্ছিল । এতে বিপাকে পড়তেন নিম্ন আয়ের রোগী ও স্বজনরা। কিশোরগঞ্জ-২ জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ এঁর প্রচেষ্ঠায় হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০শয্যার উন্নতি করণের জন্য নির্মাণ কাজ চলছে তার মাঝেও উপজেলার নিম্ন আয়ের মানুষের কষ্ট দূর করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। নতুন এনেস্থিসিয়া চিকিৎসক পদায়িত হওয়ায় এখন থেকে এ হাসপাতালে জরুরী প্রসূতি সেবার আওতায় এই কার্যক্রম চালু হয়েছে। সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ থাকার পর পূনরায় চালু হওয়ায় এই উপজেলার মানুষের ভোগান্তি অনেকটা লাঘব হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব বলেন, সর্বশেষ ২০০৮ সালে অপারেশন হয়েছিল এর পর বন্ধ ছিল অপারেশনের কার্যক্রম। জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ স্যারের সহযোগীতায় ১৪ বছর পর সিজারিয়ান অপারেশন চালু করতে পেরে আমরা আনন্দিত। নরমাল ডেলিভারির সাথে জরুরী প্রসূতি সেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসপাতালটি দর্পন ঘোষ ১৩/০৯/২০২২