সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন
আগুন আমিন, পাকুন্দিয়া:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এতে মোট চারটি দল অংশ নেয়। দত্তের বাজার ঘাট থেকে নৌকা ছেড়ে দুই কিলোমিটার অতিক্রম করে টেকের বাড়ি ঘাটে এসে শেষ হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পারে হাজারো মানুষের ঢল নামে। বাঙালি সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর ও নারী-পুরুষরা আনন্দে মেতে ওঠে নদের দুই পাড়। উৎসবমুখর এ নৌকাবাইচ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজন কমিটি। এতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মেম্বার এবং উদ্বোধন করেন সাবেক মেম্বার রেনু মিয়া। এতে উপস্থিত ছিলেন আতাউর রহমান, আলম, মোমেন, শামীম, এরশাদ, সুমন, সোহাগ, কাঞ্চন, ছোটনসহ বিভিন্ন এলাকা থেকে আগত ও স্থানীয় লোকজন। প্রতিযোগিতায় পাকুন্দিয়ার কাঞ্চন ব্যাপারী ও গফরগাঁও- এর সোহাগ মিয়ার নৌকা- প্রতিযোগিতায় ড্র হয়। পরে আয়োজন কমিটির সিদ্ধান্তে তাদের মাঝে ৩০ হাজার টাকা মূল্যের একটি গরুর অর্ধেক হারে পুরস্কার হিসেবে ১৪ হাজার ৫০০টাকা করে প্রদান করা হয়। চরটেকি এলাকাবাসীর উদ্যোগে এ নৌকাবাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।