সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৪২ অপরাহ্ন

স্বর্ণের দাম বেড়ে আবারো রেকর্ড

স্বর্ণের দাম বেড়ে আবারো রেকর্ড

একুশে ডেস্ক:

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানো হয়েছে। স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের রেকর্ড দাম বেড়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা হয়েছে।এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের এত দাম হয়নি।

বাজু‌সের নতুন ঘোষণা অনুযায়ী, রোববার থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে লাগবে ৮৪ হাজার ৫৬৪ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৭১৪ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি ৬৯ হাজার ১৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৩৮৬ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

এর আগে গত ২২ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ১৮ আগস্ট স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana