বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:৩১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন এবং পোল্যান্ডের সীমান্ত ঘেঁষে সামরিক মহড়া শুরু করেছে বেলারুশ। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ মহড়া চলবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রুশ সেনাদের একাংশ বেলারুশ থেকে ইউক্রেনে ঢুকেছিল। তাছাড়া বর্তমানে সেখানে সামরিক সরঞ্জাম মজুদ করে রেখেছে রাশিয়া।
বেলারুশ যে মহড়া চালাচ্ছে সেটি বেলারুশের দক্ষিণপূর্ব সীমান্তের দিকে হচ্ছে। যা পোল্যান্ডের রাজধানী ওয়ারস থেকে মাত্র ২০০ কিলোমিটার এবং ইউক্রেনের লভিভ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।
আর এ কারণে অবশ্যই বিষয়টি বেশ কাছ থেকে নজর রাখবে পোল্যান্ড-ইউক্রেন।
এদিকে ওই অঞ্চলে বেলারুশ হলো রাশিয়ার সবচেয়ে কাছের মিত্র। ইউক্রেনে হামলা করার আগে নিজ দেশে রুশ সেনাদের অবস্থান করার অনুমতি দেন বেলারুশের প্রেসিডেন্ট। তাছাড়া সেখান থেকে ইউক্রেনের ভেতর মিসাইল হামলাও চালায় রুশ সেনারা।